পাইকগাছা প্রতিনীধি :- পাইকগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্রকরে পুলিশ কর্মকর্তা কর্তৃক এক দোকান কর্মচারীকে মারপিট করে অাহত করার অভিযোগ উঠেছে। অাহতকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লস্কর ইউপির মিনহজ বাজারে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছ। ঘটনাটি ভিন্ন খাতে নিতে একটি মহল উঠেপড়ে লেগেছ। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছ।
থানার অভিযোগ ও এলাকা বাসি সূত্রে জানা যায়,গড়ইখালি ইউপির হুগলার চক গ্রমের মৃতু বাসুদেব মন্ডলের ছেল দোকান কর্মচারী দিলিপ কুমার মন্ডল ঘটনার সময় দোকান মালিক মিনহাজ বাজারস্থ অনিল মন্ডলের দোকানে অমিরপুর গ্রমের মৃতু ছাত্তার গাজীর ছেল লক্ষীপুরে কর্মরত পুলিশের এস অাই আকবর হোসেন গাজী দোকানে অাসলে দোকান কর্মচারী মৃত্যু পিতার বাকী টাকা চাইলে আকবর তেলেবেগুনে জ্বলে উঠে। একপর্যায় কথা কাটাকাটিতে আকবর প্রথমে জুতা দিয়ে পিটায় এবং পরবর্তিতে অকথ্য ভাষায় গালীগালাজ করে কিলঘুষি মেরে অাহাত করে। এঘটনায় বাজার ব্যবসায়ীদের মধ্য মারাত্নক ক্ষোভের সৃষ্টি হয়। উল্যেখ্য এ পুলিশ কর্মকর্তা ঐ দিনই পৌর সদরের শিফসা বিজের নিচে শ্রমিকদের সাথে আসৌজন্য ব্যবহার করে।এ অভিযোগ সম্বন্ধে অাকবরের সাথে একাধিক বার যোগাযোগ করেও তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে থানার ওসি অমিনুল বিপ্লব অভিযোগ প্রাপ্তির কথা জানিয়ে বলন,এ ঘটনা তদন্ত চলছে।
থানার অভিযোগ ও এলাকা বাসি সূত্রে জানা যায়,গড়ইখালি ইউপির হুগলার চক গ্রমের মৃতু বাসুদেব মন্ডলের ছেল দোকান কর্মচারী দিলিপ কুমার মন্ডল ঘটনার সময় দোকান মালিক মিনহাজ বাজারস্থ অনিল মন্ডলের দোকানে অমিরপুর গ্রমের মৃতু ছাত্তার গাজীর ছেল লক্ষীপুরে কর্মরত পুলিশের এস অাই আকবর হোসেন গাজী দোকানে অাসলে দোকান কর্মচারী মৃত্যু পিতার বাকী টাকা চাইলে আকবর তেলেবেগুনে জ্বলে উঠে। একপর্যায় কথা কাটাকাটিতে আকবর প্রথমে জুতা দিয়ে পিটায় এবং পরবর্তিতে অকথ্য ভাষায় গালীগালাজ করে কিলঘুষি মেরে অাহাত করে। এঘটনায় বাজার ব্যবসায়ীদের মধ্য মারাত্নক ক্ষোভের সৃষ্টি হয়। উল্যেখ্য এ পুলিশ কর্মকর্তা ঐ দিনই পৌর সদরের শিফসা বিজের নিচে শ্রমিকদের সাথে আসৌজন্য ব্যবহার করে।এ অভিযোগ সম্বন্ধে অাকবরের সাথে একাধিক বার যোগাযোগ করেও তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে থানার ওসি অমিনুল বিপ্লব অভিযোগ প্রাপ্তির কথা জানিয়ে বলন,এ ঘটনা তদন্ত চলছে।

মন্তব্যসমূহ