মোঃ সাইফল ইসলাম:- আজ বিকেলে পাইকগাছা রাইডারস এর উদ্দোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্রবিতরন হয়েছে।
গদাইপুর ইউপির শিবসা নদীর ধারে কচুবুনিয়া গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে শীত বস্ত্রবিতরন অনুষ্ঠানে গ্রুপ মেম্বার ১৫-২০ জন মিলে মোট ১৫০ পিচ শীতের কাপড় বিতরন করেন। এসময় শীতার্ত শিশু,বুদ্ধ ও মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান সাহেব মার্ক,শিহাব,সৌরভ,সুরদীপ,শান্ত,কিরন,নিলয়,সুদীপ্ত, জাহিদ,মিলন,হাফিজ,জীম, আবিদ,বাপ্পী,বাধন, হীরা,জয়,বাপ্পী,আকাশ
প্রমুখ।
গদাইপুর ইউপির শিবসা নদীর ধারে কচুবুনিয়া গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে শীত বস্ত্রবিতরন অনুষ্ঠানে গ্রুপ মেম্বার ১৫-২০ জন মিলে মোট ১৫০ পিচ শীতের কাপড় বিতরন করেন। এসময় শীতার্ত শিশু,বুদ্ধ ও মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান সাহেব মার্ক,শিহাব,সৌরভ,সুরদীপ,শান্ত,কিরন,নিলয়,সুদীপ্ত, জাহিদ,মিলন,হাফিজ,জীম, আবিদ,বাপ্পী,বাধন, হীরা,জয়,বাপ্পী,আকাশ
প্রমুখ।




মন্তব্যসমূহ