পাইকগাছা প্রতিনিধি :- বিএনপির পাইকগাছা পৌর শাখার সাবেক সম্পাদক এ,টি,এম,মনিরুজ্জামান মনি ও পাইকগাছা বারের সদস্য এ্যাডঃ নাদিরুজ্জামানের মাতা মেহেরুন্নেছা বেগম (৯০) বার্ধক্য জনিত কারনে বুধবার গভীর রাতে ইন্তেকাল করেছেন। মৃতকালে মরহুমা ২পুত্র ৪কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা বৃহঃবার দুপুরে পৌর সভা মাঠে অনুষ্টিত হয়। জানাজায় উপস্হিত ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদৎ হোসেন বাচ্চু, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, জাপার কেন্দ্রীয় নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর, বিএনপি নেতা এড,জি,এম আ,সাত্তার,ষোলআনা সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ,মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর গাজী আ, সালাম, নেয়ামুলহুদা কামাল,সেলিম নেওয়াজ, এমদাদুল হক,দলিল লেখক সমিতির সম্পাদক গাজী বজলুর রহমান,শিক্ষক সরদার মোহাম্মাদ আলী, আজহারুল ইসলাম,এ্যাডঃ,শফিকুল ইসলাম কচি,এ্যাডঃ,আ,মজিদ, এ্যাডঃ
,মোজাফফার হাসান, প্রমুখ। জানাজা পরিচালনা করেন চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান।
,মোজাফফার হাসান, প্রমুখ। জানাজা পরিচালনা করেন চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান।

মন্তব্যসমূহ