রাজশাহী মেডিকেলে ৭৯ নবজাতকেরর মৃত্যু !

বিশেষ প্রতিনিধি  রাজশাহী:- অব্যাহত
শৈত্যপ্রবাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) কমেছে ঠান্ডাজনিত শিশু রোগি ভর্তির সংখ্যা। অতীতের যেকোন সময়ের চেয়ে এবার সবচেয়ে কম ঠান্ডজনিত রোগে ভর্তি হয়েছে। মানুষ আগের চেয়ে অনেক সচেতন ও শিশুদের যত্ন নেয়ার কারণে এবার ঠান্ডজনিত রোগে কম আক্রান্ত হয়েছে বলে মনে করছেন রামেক শিশু বিভাগের প্রধান প্রফেসর ড. সানাউল হক।
তিনি বলেন, এবার তীব্র শীত পড়লেও শিশু রোগির সংখ্যা বাড়েনি। বরং অন্যান্য সময়ের চেয়ে এখন রোগির সংখ্যা কম। আর এবার যে কয়জন শিশু মারা গেছে তারা শীতজনিত রোগের চেয়ে অন্য রোগে বেশি আক্রান্ত ছিল। বছরের অন্য সময়ের চেয়েও এবারের শীতে শিশু রোগি কম ভর্তি হয়েছে বলে জানান তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৩ দিনে রামেকের শিশু বিভাগের ৪টি ওয়ার্ডে শিশু রোগি ভর্তি হয়েছে ৭২১ জন। তবে এর মধ্যে কতজন ঠান্ডাজনিত রোগে ভর্তি হয়েছে তা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল সূত্র।
তবে ১৩ দিনে মারা গেছে ৭৯ জন নবজাতক। যাদের বয়স ১ থেকে ২৮ দিনের মধ্যে। তবে এদের মধ্যে ঠান্ডাজনিত রোগে কতজন মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এগুলো স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেছেন ওই ওয়ার্ডে সহকারি রেজিস্টার চিকিৎসক বিধান চন্দ্র।

মন্তব্যসমূহ