পাইকগাছার লস্কর চৌকিদার মোড় বাজার কমিটি গঠন

পাইকগাছা প্রতিনিধি :- পাইকগাছায়
৩১ডিসেম্বর ২০১৭ ইং শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় ৬ নং লস্কার ইউনিয়ানের লস্কার গ্রামস্থ চৌকিদার মোড় নামক বাজারেরর ৫ জন উপদেষ্টাসহ ১৭ সদস্য বিশিষ্ট বাজার কমিটি গঠন করা হয়েছে।এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বাজারের দোকান ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা মৃত মোঃ কোরবান আলী জোয়াদ্দারের দ্বিতীয় পুত্র মোঃশামীম জোয়াদ্দার কে সভাপতি, বাবু নিমায় বিশ্বাস কে সাধারন সম্পাদক ও বাবু গৌরাঙ্গ ঢালীকে কোষাধ্যক্ষ করে ১৭ সদস্য বিশিষ্ট বাজার কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ,বাবু বিজন বিহারী রায়, বাবু বিমল সরদার,ইরফান চৌকিদার,কালিপদ বিশ্বাস,পঞ্চরাম বিশ্বাস।সহ-সভাপতি বাবু সুবেন্দু সানা, মোঃআলমগীর সরদার,সহকারী কোষাধ্যক্ষ দেবপ্রশাদ মন্ডল, সহ-সম্পাদক মোঃনুরইসলাম দফাদার,সাংগঠনিক সম্পাদক রবিন বিশ্বাস,সিহাব সরদার,প্রচার সম্পাদক কিরন বিশ্বাস,দপ্তর সম্পাদক মোঃ কামরুল গাজী,কার্যকরী সদস্য মহাদেব মন্ডল,শিবপদ সানা।উল্লেখ্য লস্কার গ্রামের খুদাম গাজী নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী ১২ বছর পূর্বে সর্বপ্রথম একটি শাক সবজিরর দোকান দিয়ে বাজার শুরু করেন।তিল তিল করে সেই বাজার আজ পূর্ণাঙ্গ জনপ্রিয় গ্রাম্য বাজারে পরিনত হয়েছে।কাচা বাজার থেকে শুরু করে স্বর্নের দোকান পর্যন্ত রয়েছে এই বাজারে।গ্রামের মধ্যে এমন একটি বাজার হওয়ায়, সময় এবং পথ খরজ বাচিয়ে পরিবারের নিত্য প্রয়োজনীয় চাহিদা মিটাতে পেরে ৭ টি গ্রামের ৫০০০ হাজারের অধিক গ্রামবাসী বাজার কমিটি ও প্রতিষ্ঠাতা ব্যবসায়ী খুদাম গাজীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানিয়েছে।

মন্তব্যসমূহ