ভোট চাইতে যেয়ে উপহার পেলেন জুতার মালা আর লাথি !

নিউজ ডেস্ক:- আসন্ন
পৌরসভা নির্বাচনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিলেন। এমনই এক বাড়িতে গিয়ে এক প্রবীণ ব্যক্তির পা ছুঁতে যান। আর তখনই বিজেপির ওই নেতার গলায় পরিয়ে দেওয়া হয় জুতার মালা এবং শরীরে মারা হয় লাথি।
গতকাল রোববার ভারতের মধ্যপ্রদেশের ধার জেলায় এ ঘটনা ঘটে। সেখানে ধামনদ আসনে ভোট চাইতে গিয়েছিলেন বিজেপি নেতা দীনেশ শর্মা। তিনি ওই আসনে এর আগে জিতেছিলেন।
ভারতের জি নিউজ জানায়, ধামনদ থেকে আসন্ন পৌরসভা নির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী দীনেশ শর্মা। তিনি গতকাল মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিলেন। সেই সময় স্থানীয় এক প্রবীণ নাগরিকের পা ছুঁতে নিচু হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁর গলায় জুতার মালা পরিয়ে দেন ওই ব্যক্তি, মারেন লাথিও।
পরে ওই প্রবীণ ব্যক্তি জানান, এলাকার পানির সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। তাই সমস্যার সমাধানের আবেদন নিয়ে বোর্ড সভাপতির বাড়ি গিয়েছিলেন স্থানীয় নারীরা। যে দলে তাঁর স্ত্রীও ছিলেন। তবে সমাধানের বদলে উল্টো তাঁদের নামেই মামলা করা হয়। রাতেও নারীদের অনেকবার থানায় ডেকে নিয়ে যায় পুলিশ। তাই রাগের মাথায় ওই নেতার গলায় জুতার মালা দিয়েছেন তিনি।
এ বিষয়ে দীনেশ শর্মা বলেন, ‘নিশ্চয় কোনো বিষয়ে ওই ব্যক্তি রেগে থাকার কারণে এমন করেছেন। আমি তাঁদের সন্তানসম। তাই আমি এইটুকুতে কী আর রাগ করলে চলে!’
বাংলা

মন্তব্যসমূহ