পাইকগাছা পৌর মেয়রের স্ত্রীর বাড়ি ঋনের দায়ে নিলামে !

বিশেষ প্রতিনিধি :-পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের স্ত্রী ফাতেমা জাহাঙ্গীরের বসত বাড়ি ঋনের দায়ে পাইকগাছা সোসাল ইসলামী ব্যাংক নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে।
       যানাযায়, গত ৯/৫/১১ ইং তারিখ পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের স্ত্রী ফাতেমা জাহাঙ্গীর শিববাটি মৎস খামারের নামে সোসাল ইসলামী ব্যাংক লিঃ পাইকগাছা শাখা থেকে ২৫,০০০০০/ (পচিশ লক্ষ টাকা) লোন নিয়ে আর শোধ করেননি। ফলে ব্যাংক কর্তিপক্ষ ৩৫,৭০০০০/( পয়ত্তিশ লাখ সত্তর হাজার টাকা) টাকার একটি চেকের মামলা করে পাইকগাছা কোটে যার নাম্বার সি আর ২৯৭। তারিখ ২৬/৬/১৪ইং  সেই মামলায় ঋন গ্রহীতা ফাতেমা জাহাঙ্গীর হাজির না হওয়ায় তার নামে গ্রেফতারি পারয়ানা জারি করে আদালত। তিনি আজো পালাতক আসামি। বর্তমানে কেসটি খুলনা দায়রা জর্জ আদালতে চলমান আছে। ৩/৯/১৪ইং তারিখে আবার ব্যাংক লোনটি রিসিডিউল করে ৩৫,১৩০০০/ (পয়ত্তিশ লাখ তের হাজার)  টাকায়।  দফায় দফায় ব্যাংক সময় দিলোও অদ্যবদি আজো লোন শোধ করতে ফাতেমা জাহাঙ্গীর ব্যর্থ হওয়ায় আগেও বাড়ি নিলামের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলেও ক্রেতা অভাবে সে প্রক্রিয়া ভেস্তে যায়।
   আজ খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় আবারো বাড়ি নিলামের বিজ্ঞপ্তি প্রচার করেছে। বর্তমান লোনটি সুদে আসলে ৫৩,৪১,৪৪৬/(তিপ্পান্ন লাখ একচল্লিশ হাজার চার শত ছয়চল্লিশ টাকা)  লাখ টাকায় দড়িয়েছে এবং উক্ত মুল্যে বিক্রয়ের জন্য নিলাম সময় দেয়া হয়েছে ৩০/০১/১৮ ইং তারিখ পর্যন্ত।
      লোনের বিষয়ে সোসাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ জহুরুল ইসলাম শিবসা নিউজ কে বলেন আমরা ব্যাংক কর্তিপক্ষ  মেয়র মহাদয়ের সম্মানের কথা বিবেচনা করে বার বার সময় দিয়েছি কিন্তু তিনি বিষয়টি গুরুত্ব দেননি। এখন আমরা নিরুপায় হেড অফিসের নিদ্দেশে  এখন সব কিছু চলছে।
    বাড়ি নিলাম বা লোন পরিষোধের বিষয়ে ফাতেমা জাহাঙ্গীরের স্বামী পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর  শিবসা নিউজ কে বলেন ব্যাংক কর্তিপক্ষ লোন দেয়ার সময় ১৪% সুদের কথা বলে এখন ২২% দাবি করছে। যেহেতু বিষটি কোর্ট বিচার চলমান সেহেতু কোর্টে বিষটি সমাধান হবে।
       লোন পরিশোধ বা নিলামের সম্পর্কে লোন গ্রহীতা জনাবা ফাতেমা জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


মন্তব্যসমূহ