আমদানী গরুর মাংস ১০৮ টাকা !

নিউজ ডেস্ক:- ভারত
, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া থেকে এখন বাংলাদেশে আসছে গরুর মাংস।বিদেশ থেকে এসব হিমায়িত গরুর মাংস আমদানি করতে প্রতি কেজিতে খরচ পড়ে মাত্র ১০৮ টাকা। আর মান ভেদে সর্বোচ্চ দাম পড়ে ২২৫ টাকা।
অথচ সারা দেশে গরুর মাংস বিক্রি হচ্ছে দ্বিগুণেরও বেশি দামে। ১০৮ থেকে ২২৫ টাকা দরে বিদেশ থেকে মাংস আমদানি করা গেলেও দেশের বাজারে এখন প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকায়।
স্বল্পমূল্যে হিমায়িত গরুর মাংস আমদানির এ তথ্য উঠে এসেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন (বিটিসি)-এর প্রতিবেদনে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় গরুর মাংস আমদানি করার বিষয়ে বিটিসি’র কাছে জানতে চাইলে তারা এ তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানা গেছে।
কমিশনের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে দেশে প্রায় ২০ টন বা ২০ হাজার কেজি গরুর মাংস আমদানি হয়েছে। দেশে গত বছর বেশি মাংস এসেছে অস্ট্রেলিয়া থেকে, যার পরিমাণ প্রায় ১৩ হাজার কেজি। আর মালয়েশিয়া থেকে এসেছে ৪ হাজার ২০০ কেজি। এ ছাড়া ভারত থেকে এসেছে ৯২০ কেজি। বাকিটা আমদানি হয়েছে অন্যান্য দেশ থেকে।
কমিশনের প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া থেকে আমদানিতে গড় দাম পড়েছে কেজিপ্রতি ২২৫ টাকা। মালয়েশিয়া থেকে আমদানিতে মাংসের দাম গড়ে কেজিপ্রতি ১০৮ টাকা ও ভারত থেকে আমদানিতে ১২০ টাকা পড়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিটিসি’র ওই প্রতিবেদনে গরুর মাংস আমদানির বিষয়ে সাতটি মতামত বা পর্যবেক্ষণ দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ভারত থেকে হিমায়িত মাংস আমদানির পরিমাণ বাড়লে দেশের খামারিরা ক্ষতির সম্মুখীন হতে পারে।
কারণ দেশে এখন গরুর খামার ও গরুর মাংসের উৎপাদন চাহিদার চেয়েও বেশি হচ্ছে। তাই ভবিষ্যতে মাংসের দাম কমে যাবে। তাছাড়া অনেক শিক্ষিত বেকার যুবক ব্যাংক থেকে ঋণ নিয়ে খামারি ব্যাবসা করছে।
বিদেশ থেকে মাংস আমদানি বাড়লে তারা ক্ষতিগ্রস্থ হবেন এবং ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হবেন।

মন্তব্যসমূহ