পাইকগাছায় জুম্মা নামাজের মধ্য দিয়ে আহলে হাদিস মসজিদ উদ্বধন

 মোঃ সাইফুল ইসলাম (পাইকগাছা):-


পাইকগাছা পৌরসভা ৩ নং ওয়র্ডের সরল পুকুর পাড়ে অবস্থি অনেক পুরানো আহলে হাদিস 'পাঞ্জেগানা' মসজিদ আজ নতুন ভাবে জুম্মা মসজিদ হিসাবে উদ্বোন সম্পন্ন হয়েছে। "আলহামদুলিল্লাহ" আল্লাহতালার অশেষ অনুগ্রহে আজ শুক্রুবার ০৫/০১/২০১৮ ইং গুরুত্বপুন্য খুৎবা ও জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির সভাপতি জনাব মোঃ এনামুল হকের উপস্থিতিতে, প্রধান অথিতি হিসাবে পাইকগাছা পৌরসভার মেয়র জনাব মোঃ সেলিম জাহাঙ্গীর মসজিদটির শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা পৌরসভার ২ নং ওয়ার্ডরে কাউন্সিলর মোঃ অয়েদ আলি গাজি,ও পাইকগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আঃ লতিফ সরদার, পাইকগাছা প্রেসক্লাবের সহ- সবাপতি মোঃ আঃ আজিজ সরদার, মোঃ সাহেদ আলী গাজি,মোঃ আঃ আজিজ গোলদার, মোঃ আমিরুল ইসলাম, মোঃ শেখ মুনসুর আলম, মোঃ লৎফার সরদার, মোঃ আঃ মজিদ বয়াতি, মোঃ বজলু গাজি মোঃ কামরুল গোলদার, মোঃ শামিম গোলদার, মোঃ রনি মোঃ সেলিম সরদার সহ জুম্মা মসজিদের সকল মুসুল্লি বৃন্দ।

মন্তব্যসমূহ