জামায়াতের আগাম প্রার্থী ঘোষনায় অসস্তিতে বিএনপি !

নিউজ ডেস্ক:- আসন্ন
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমীর সেলিম উদ্দিনে র নাম ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্য শরিকরা।
শরিক দলের কোনো কোনো নেতা বলছেন, ‘জোটের সঙ্গে আলোচনা না করেই প্রার্থী ঘোষণা শিষ্টাচার বহির্ভূত।’
সোমবার (৮ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ২০-দলীয় জোটের বৈঠকে বিষয়টি উঠে আসে।
বৈঠকে উপস্থিত কয়েকজন নেতার ব্যাপারটি জানিয়েছেন। বৈঠকে সভাপতিত্ব করেন খালেদা জিয়া।
প্রসঙ্গত, স্বাধীনতাবিরোধী সংগঠন ও অনিবন্ধিত রাজনৈতিক দল জামায়ামের ঢাকা মহানগর আমীর সেলিম উদ্দিন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে মতবিনিময়ও করছেন।
রোববার (৭ জানুয়ারি) শিবিরের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গোপনে তিনি মতবিনিময় করেন। সেখানে শিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ই-মেইলে পাঠানো শিবিরের এক বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে একটি মিলনায়তন লেখা থাকলেও মিলনায়তনের নাম ছিল না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির ও আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মো. সেলিম উদ্দিন।
রোববার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, সেক্রেটারি জেনারেলসহ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহ মাহফুজুল হক, বায়তুলমাল সম্পাদক হাসানুল বান্না, প্রচার সম্পাদক খালেদ মাহমুদ, ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি জামিল মাহমুদ, পশ্চিম শাখা সভাপতি আব্দুল আলিম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মইন উদ্দিনসহ মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ