স্কুল কক্ষে অনৈতিক কাজে পতিতা সহ শিক্ষক ধরা !

নিউজ ডেস্ক:- স্কুলে
পতিতা সহ অনৈতিক কাজে ধরা খেলেন স্কুল শিক্ষকগত ১৫ তারিখ সন্ধ্যা ৭ টায় পাবনার আটঘরিয়ার খিদিরপুরের শহীদ আবদুল খালেক উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে।
অত্র স্কুলের প্রধান শিক্ষক বিএনপি নেতা আফজাল হোসেন খান পতিতা সহ ঐ দিন সন্ধ্যায় তার স্কুল কক্ষে অনৈতিক কাজে লিপ্ত হলে এলাকার জনগণ বিষয় টি জেনে যায় এর পর পরও ঘটে বিপত্তি। এলাকায় এবং সোস্যাল মিডিয়া সহ ঝড় উঠে তার পদত্যাগ সহ নিন্দা জানানো হয় বিভিন্ন মহল থেকে।
জানা গেছে এলাকায় প্রভাবশালী হওয়ায় অনেকেই মুখ খুলে প্রতিবাদ করছে না কিন্তু সচেতন নাগরিক অভিভাবক তাদের সন্তানদের এই স্কুল থেকে নিয়ে যাচ্ছেন অন্য স্কুলে।
আবদুল্লাহ আল মামুন নামে একজন তার ফেইসবুকে লিখেন,
শিক্ষক যখন অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয় শিক্ষা তখন আদর্শের বেড়াজাল ছিড়ে নস্টামীর নরকে পরিনত হয়। ভাবতেই কস্ট আমিও সেই শিক্ষকের ছাত্র।
বলছিলাম পাবনার আটঘরিয়ার খিদিরপুরের শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আফজাল হোসেন খান সাহেবের কথা। জনশ্রুতি আছে তার অসংখ্য অনৈতিক কার্যকলাপের কথা কিন্তু দেখেও যেন কেউ দেখেনা কারন যারা দেখে অধিকাংশই তিনার ছাত্র, যারা অনিবার্য কারনে মাথা নুইয়ে উভয়ের ইজ্জত রক্ষা করে। আর বাকীগুলো সমাজের দুর্বল কিছু মানুষ যারা তিনার প্রভাবের বাতাসে উড়ে যাওয়ার ভয়ে মুখ না খুলে চোখ কান বন্ধ রাখে।
মাস্টার সাহেবের বিদ্যালয়ের ভেতরে এমন কুকর্ম মানুষের মুখে মুখে জনশ্রুতি ছিলো বলে ইতিমধ্যেই অনেক অভিভাবক তাদের কমলমতি ছেলেমেয়ে অন্য স্কুলে ভর্তি করেছে অনেক পরিবার ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ করে দিয়েছে।
কথায় বলে চোরের ১০ দিন গৃহস্থের একদিন। স্কুলের অফিস কক্ষে পতিতা সহ পাবলিক আটক করে, পতিতা কুকর্মের সত্যতা স্বীকার করে।
শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষক আফজাল খানের অপসারণ এবং বিচার অনিবার্য।
আপনার হাত, আপনার কলম, আপনার কিবোর্ড হয়ে উঠুক এই অপশক্তি শিক্ষকের অপসারণ এবং ন্যায় বিচারের হাতিয়ারশুধু তাই নয়, রোবেল শেখ নামে একজন তার ফেইসবুকে উপরোক্ত শিক্ষক নামের প্রতারককে উপযুক্ত সাস্তি চেয়ে পোস্ট করেছেনআজকে এই আফজালদের মত কিছু শিক্ষকদের কারনেই শিক্ষা ব্যবস্থার বদনাম হচ্ছে।
বিষয়টি গুরুত্ব সহ সঠিক তদন্ত করে আফজালদের সাস্তি না দিলে যুগে যুগে পবিত্র শিক্ষাস্থান কলংকিত হবে, মানুষের আস্থা নষ্ট হবে শিক্ষকদের প্রতিও।সূত্র এসবিনিউজ২৪

মন্তব্যসমূহ