স্নেহেন্দু বিকাশ :- শত্রুতা
বলে কথা, কাঁচা কুল পাড়তে নিষেধ করায় উঠানের ফলন্ত কুল গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে অর্নাস পড়ুয়া এক শিক্ষার্থীর বিরুদ্ধে। পারিবারিক দ্বন্ধে মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার আলমতলা গ্রামে এ অনাকঙ্খিত ঘটনাটি ঘটেছে বলে জানাগেছে। কুলের ভরা মৌসুমে ফলন্ত গাছ নিধনের ঘটনায় স্থানীয়রা এটাকে মানুষ খুনের সাথে তুলনা করে মন্তব্য করেছেন। জানাগেছে,আলমতলা গ্রামের মৃতঃ ফজলুল হক মোড়লের ছেলে মোঃ ফরিদ মোড়লের সাথে তাঁর ভাই আব্দুল্লাহ মোড়লের সাথে পারিবারিক বিরোধ চলে আসছে। ফরিদ অভিযোগ করেছেন মঙ্গলবার সকালে বাড়ীর উঠানে লাগানো গাছ থেকে ভাইপো মুরাদ হোসেন, কাঁচা কুল পাড়াকালে তাঁর স্ত্রী কাঁচা কুলের কথা বলে তা পাড়তে নিষেধ করলে দু এক কথায় উভয়ে তর্কে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে মুরাদ উত্তেজিত হয়ে ফলন্ত ডাল-পালাসহ গোড়া পেড়ে বিলেতী কুলগাছটি কেটে ফেলেন। এ সময় বাধা দিলে মুরাদের বিরুদ্ধে, কাকা ফরিদের স্ত্রীকে মারপিটের অভিযোগ উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন। এ রিপোট লেখা পর্যন্ত মুরাদ ও পিতাসহ ফরিদ থানায় অবস্থান করছিল।
বলে কথা, কাঁচা কুল পাড়তে নিষেধ করায় উঠানের ফলন্ত কুল গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে অর্নাস পড়ুয়া এক শিক্ষার্থীর বিরুদ্ধে। পারিবারিক দ্বন্ধে মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার আলমতলা গ্রামে এ অনাকঙ্খিত ঘটনাটি ঘটেছে বলে জানাগেছে। কুলের ভরা মৌসুমে ফলন্ত গাছ নিধনের ঘটনায় স্থানীয়রা এটাকে মানুষ খুনের সাথে তুলনা করে মন্তব্য করেছেন। জানাগেছে,আলমতলা গ্রামের মৃতঃ ফজলুল হক মোড়লের ছেলে মোঃ ফরিদ মোড়লের সাথে তাঁর ভাই আব্দুল্লাহ মোড়লের সাথে পারিবারিক বিরোধ চলে আসছে। ফরিদ অভিযোগ করেছেন মঙ্গলবার সকালে বাড়ীর উঠানে লাগানো গাছ থেকে ভাইপো মুরাদ হোসেন, কাঁচা কুল পাড়াকালে তাঁর স্ত্রী কাঁচা কুলের কথা বলে তা পাড়তে নিষেধ করলে দু এক কথায় উভয়ে তর্কে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে মুরাদ উত্তেজিত হয়ে ফলন্ত ডাল-পালাসহ গোড়া পেড়ে বিলেতী কুলগাছটি কেটে ফেলেন। এ সময় বাধা দিলে মুরাদের বিরুদ্ধে, কাকা ফরিদের স্ত্রীকে মারপিটের অভিযোগ উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন। এ রিপোট লেখা পর্যন্ত মুরাদ ও পিতাসহ ফরিদ থানায় অবস্থান করছিল।


মন্তব্যসমূহ