মোঃ সাইফুল ইসলাম:- পাইকগাছায় নিরাপদ খাদ্য কর্তিপক্ষ কর্তিক নিদ্দেশিত নীতিমালা বাস্তবায়নে লক্ষে উপজেলা সেনেটারী অফিসার উদয় মন্ডলের বিভিন্ন দোকান পরিদর্শন। জীবানুমিশ্রিত শিশু খাদ্য উদ্ধার।
যানাযায়
, গত ১৫/১২/১৭ এবং ২৭ ডিসেম্বর খাদ্য মন্ত্রণালয়ের নিরাপদ খাদ্য কর্তিপক্ষ দেশের সনামধন্য জাতীয় দৈনিক পত্রিকায় এক সতর্কিকরণ বিজ্ঞপ্তি জারি করে যে ফ্রান্স এর ল্যাকটালিস(LACTSLIS) কোম্পানি কর্তিক উৎপাদনকৃত বেবি মিল্ক ফরমুলা (শিশু খাদ্য) Baby Care 1,2, 3, এবং MF নামক দুধে ক্ষতিকর সালমোনেলা এগোনা (Salmonella agona) নামক জীবানুসংক্রমনের উপাদান পাওয়া গেছে। যা INFOSAN সংস্থার মাধ্যমে নিরাপদ খাদ্য কর্তিপক্ষ অবগত হয়ে দেশের জনসাধারনের সচেতনের জন্য সতর্কিকরণ বিজ্ঞপ্তি জারিকরে। এবং উক্ত শিশু খাদ্য আমদানী-রপ্তানি, ক্রয়-বিক্রয়,ব্যবহার করতে নিষেধ করেন।
সেই নিদ্দেশনা বাস্তবায়নে পাইকগাছা সেনেটারী অফিসার পাইকগাছা ও কপিলমুনি বাজারের বিভিন্ন শিশু খাদ্য বিক্রয়ের দোকান পরিদর্শন করেন এবং কয়েকটি দোকান থেকে জীবানুসংক্রমনের বেবি কেয়ার দুধ জব্দ করেন। এবং দোকানদারদের উক্ত শিশু খাদ্য ক্রয়- বিক্রয় করতে সচেতন করেন। জীবানুসংক্রমনের শিশু খাদ্য সম্পর্কে উদয় মন্ডল, বলেন এই শিশু খাদ্য ব্যবহারে শিশুদরর মারাত্বক ক্ষতি হতে পারে। সে কারণে সকলকে নিরাপদ খাদ্য কর্তিপক্ষ কর্তিক নিষেধ কৃত শিশু খাদ্য ব্যবহারে সচেতন হতে হবে।
যানাযায়
, গত ১৫/১২/১৭ এবং ২৭ ডিসেম্বর খাদ্য মন্ত্রণালয়ের নিরাপদ খাদ্য কর্তিপক্ষ দেশের সনামধন্য জাতীয় দৈনিক পত্রিকায় এক সতর্কিকরণ বিজ্ঞপ্তি জারি করে যে ফ্রান্স এর ল্যাকটালিস(LACTSLIS) কোম্পানি কর্তিক উৎপাদনকৃত বেবি মিল্ক ফরমুলা (শিশু খাদ্য) Baby Care 1,2, 3, এবং MF নামক দুধে ক্ষতিকর সালমোনেলা এগোনা (Salmonella agona) নামক জীবানুসংক্রমনের উপাদান পাওয়া গেছে। যা INFOSAN সংস্থার মাধ্যমে নিরাপদ খাদ্য কর্তিপক্ষ অবগত হয়ে দেশের জনসাধারনের সচেতনের জন্য সতর্কিকরণ বিজ্ঞপ্তি জারিকরে। এবং উক্ত শিশু খাদ্য আমদানী-রপ্তানি, ক্রয়-বিক্রয়,ব্যবহার করতে নিষেধ করেন।
সেই নিদ্দেশনা বাস্তবায়নে পাইকগাছা সেনেটারী অফিসার পাইকগাছা ও কপিলমুনি বাজারের বিভিন্ন শিশু খাদ্য বিক্রয়ের দোকান পরিদর্শন করেন এবং কয়েকটি দোকান থেকে জীবানুসংক্রমনের বেবি কেয়ার দুধ জব্দ করেন। এবং দোকানদারদের উক্ত শিশু খাদ্য ক্রয়- বিক্রয় করতে সচেতন করেন। জীবানুসংক্রমনের শিশু খাদ্য সম্পর্কে উদয় মন্ডল, বলেন এই শিশু খাদ্য ব্যবহারে শিশুদরর মারাত্বক ক্ষতি হতে পারে। সে কারণে সকলকে নিরাপদ খাদ্য কর্তিপক্ষ কর্তিক নিষেধ কৃত শিশু খাদ্য ব্যবহারে সচেতন হতে হবে।




মন্তব্যসমূহ